চীনের জনপ্রিয় খেলনা তৈরির প্রতিষ্ঠান পপ মার্ট। তাদের বিখ্যাত খেলনা হলো লাবুবু পুতুল। কোম্পানিটি জানিয়েছে, এই বছরের প্রথম ছয় মাসে তাদের মুনাফা বৃদ্ধি পাবে।
বেইজিং-ভিত্তিক কোম্পানিটি জানিয়েছে, তারা আশা করছে যে এই সময়ের মধ্যে মুনাফা কমপক্ষে ৩৫০ শতাংশ বৃদ্ধি পাবে।
পপ মার্ট, যার শেয়ার বাজার মূল্য ৪০ বিলিয়ন ডলারেরও বেশি। তারা আরও জানিয়েছে, বিশ্বব্যাপী ব্র্যান্ডের স্বীকৃতি বৃদ্ধি এবং খরচ নিয়ন্ত্রণের কারণে তাদের লাভ বৃদ্ধি পেয়েছে।
ভাইরাল লাবুবু পুতুল কাল্পনিক এলফ-সদৃশ প্রাণী যার সারি সারি দাঁত। এটি নিয়ে আচ্ছন্ন হয়ে পড়েছেন সংগ্রাহকরা। বিশ্বব্যাপী এই পুতুলের চাহিদাও অনেক।
পপ মার্ট ব্লাইন্ড বক্স-এ খেলনা বিক্রির জন্য সবচেয়ে বেশি পরিচিত। ব্লাইন্ড বক্স হলো এক ধরণের প্যাকেজিং যা খোলা না হওয়া পর্যন্ত এর ভেতরে কি আছে জানা যায় না। ফলে এর প্রতি মানুষের একটা কৌতুুহল তৈরি হয়। তারা পুতুলগুলো কিনতে উৎসাহিত হন।
২০১৯ সালে চালু হওয়া লাবুবু পুতুল কোম্পানিটিকে একটি প্রধান খুচরা বিক্রেতা হয়ে উঠতে সাহায্য করেছে। বিশ্বজুড়ে ২০০০টিরও বেশি ভেন্ডিং মেশিন এবং স্টোর পরিচালনা করছে এই কোম্পানি।
বিডি প্রতিদিন/নাজমুল