নির্বাচনকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র চলছে- এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
আজ বুধবার প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার এবং অপপ্রচারের বিরুদ্ধে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচনকে পিছিয়ে দিতেই ষড়যন্ত্র চলছে।
এ সময় তিনি আরও বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যা বলেছেন তার জন্য ক্ষমা চান।
বিডি প্রতিদিন/জুনাইদ