জয়পুরহাটের ক্ষেতলালে আব্দুল হান্নান জাফর (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ ) জুলাই দুপুরে ক্ষেতলাল উপজেলার আমিরা গ্রামের গ্রামের চাতর পুকুরের ফসলি মাঠে এ ঘটনা ঘটে। ক্ষেতলাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল হান্নান জাফর ক্ষেতলাল উপজেলার আমিরা গ্রামে হাফিজার রহমানের ছেলে। তিনি আক্কেলপুর এম আর ডিগ্রী কলেজের অনার্স হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
(ওসি) কামাল হোসেন জানান, আব্দুল হান্নান জাফর তাদের নিজের জমিতে আমন ধানের চারা রোপণের জন্য জমি প্রস্তুত করছিলেন। এসময় হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে নিরাপদ স্থানে যাওয়ার আগে বজ্রপাতে আব্দুল হান্নান জাফর গুরুতর আহত হন । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান আইনি পক্রিয়া শেষে শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এএম