চাঁদপুরে দেশীয় প্রজাতির ছোট মাছ নিধনকারী নিষিদ্ধ ৩ শতাধিক চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
তিনি বলেন, সদর উপজেলা মৎস্য বিভাগ ও চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন ভোর ৫টা থেকে সকাল ১০ টা পর্যন্ত ডাকাতিয়া নদীর গাছতলা, মৈশাদি, বাগাদী হয়ে সদরের রামপুর ইউনিয়ন পর্যন্ত ম্যারাথন অভিযান পরিচালনা করে।
এসময় ৩ শতাধিক চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জামিল হোসেন সহ অন্যান্য কর্মচারীরা অভিযানে অংশগ্রহণ করেন। এছাড়াও চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন এর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
বিডি প্রতিদিন/এএম