নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে শহরের ভবানীগঞ্জ এলাকার সরকারি গণগ্রন্থাগারের সামনে এর নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
এ সময় পুলিশ সুপার আমজাদ হোসেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলামসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নাটোর জেলায় জুলাই গণঅভ্যুত্থানে আটজন শহীদ হয়েছেন। তাদের স্মৃতির প্রতি সম্মান জানাতেই এই স্মৃতিস্তম্ভের নির্মাণ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
মোট ১৪ লাখ টাকা ব্যয়ে এ স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ আগামী ৪ আগস্ট শেষ হবে।
বিডি প্রতিদিন