বাংলাদেশ জাতীয় দলের দরজা আপাতত বন্ধ হলেও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে যাত্রা অব্যাহত রয়েছে সাকিব আল হাসানের। এবার টাইগার তারকা অলরাউন্ডার খেলবেন গ্লোবাল সুপার লিগে। তাকে দলে টেনেছে দুবাই ক্যাপিটালস। গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে অংশ নিতে যাচ্ছেন তিনি।
দুবাই ক্যাপিটালস নিশ্চিত করেছে, দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজের পরিবর্তে তারা দলে নিয়েছে সাকিবকে। রবিবার এক সামাজিকমাধ্যমে পোস্টে এই ঘোষণা দেয় তারা।
আগামী বৃহস্পতিবার গায়ানায় শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে সাকিবের দল দুবাই ক্যাপিটালস, প্রতিপক্ষ নিউ জিল্যান্ডের সেন্ট্রাল স্ট্র্যাগস।
৩৮ বছর বয়সী সাকিব সর্বশেষ খেলেছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল), লাহোর কালান্দার্সের হয়ে। তবে ইনজুরি ও ফর্মহীনতার কারণে সেখানে তিনটির বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি।
বিডি প্রতিদিন/এমআই