পাকিস্তান জাতীয় দল থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মোহাম্মদ আমিরের পারফরম্যান্স এখনো সমান আলোচিত। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলতে গিয়ে এবার গড়লেন বিশেষ এক মাইলফলক। অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে ম্যাচে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪০০তম উইকেট শিকার করলেন এই বাঁহাতি পেসার।
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত ম্যাচের ১৯তম ওভারে ফাবিয়ান অ্যালেনকে আউট করে ৪০০ উইকেটের ক্লাবে পা রাখেন আমির। অ্যালেন ফ্যালকনসের পক্ষে ২০ বলে ৪৫ রান করে আমিরের শিকার হন।
এই উইকেটের মাধ্যমে আমির হয়ে গেলেন দ্বিতীয় পাকিস্তানি বোলার, যিনি স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট শিকার করলেন। ৩৪৩ ম্যাচে এই মাইলফলক ছুঁলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে মোট উইকেটের দিক থেকে তিনি এখন নবম স্থানে আছেন।
পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ টি-টোয়েন্টি উইকেট:
- ওয়াহাব রিয়াজ : ম্যাচ- ৩৪৮ | ৪১৩ উইকেট
- মোহাম্মদ আমির : ম্যাচ- ৩৪৩ | ৪০০ উইকেট
- সোহেল তানভীর : ম্যাচ- ৩৮৮| ৩৮৯ উইকেট
- ইমাদ ওয়াসিম : ম্যাচ- ৪০৫ | ৩৭৫ উইকেট
- শহিদ আফ্রিদি : ম্যাচ- ৩২৯ | ৩৪৭ উইকেট
তবে ব্যাটে-বলে নজরকাড়া এই অর্জনের পরও জয় পাননি আমির। অ্যান্টিগুয়া ও বারবুডা ফ্যালকনসের বিপক্ষে তার দল ত্রিনবাগো নাইট রাইডার্স হেরে গেছে ৮ রানে।
বিডি প্রতিদিন/মুসা
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        