ইনজুরি তার নিত্যসঙ্গী, তবুও থেমে নেই তাসকিন আহমেদ। চোট-আঘাতকে সঙ্গী করেই এগিয়ে চলেছেন এই ডানহাতি পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও দেখা গেলো সেই চেনা তাসকিনকে। প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং, দ্বিতীয় ম্যাচে বিশ্রাম, আর আজ সিরিজের শেষ ম্যাচে ফিরেই ম্যাচের মোড় ঘোরানো এক ব্রেকথ্রু।
কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কার বিপজ্জনক ১২৪ রানের জুটি ভাঙেন তাসকিন, আর এই মুহূর্তেই সামনে এলো একটি চমকপ্রদ পরিসংখ্যান।
২০২৩ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত যারা ওয়ানডেতে অন্তত ১৫০ ওভার বোলিং করেছেন, সেই পেসারদের মধ্যে সেরা ইকোনমি রেট এখন তাসকিন আহমেদের।
এই সময়ে ২৭ ইনিংসে ৪৬ উইকেট শিকার করেছেন তাসকিন, ইকোনমি মাত্র ৪.৮৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। তিনি ২৬ ইনিংসে ৪৯ উইকেট পেলেও ইকোনমি ৫.১৫।
তালিকায় আরও রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা (৫.৩২), অস্ট্রেলিয়ার জস হ্যাজলউড (৫.৩৮) ও ভারতের মোহাম্মদ সিরাজ (৫.৪১)।
বিডি প্রতিদিন/মুসা