অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মিচেল জনসন আইপিএল খেলতে যাওয়া বিদেশি খেলোয়াড়দের উদ্দেশ্যে নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, 'টাকার আগে নিরাপত্তা' অর্থাৎ খেলোয়াড়দের উচিত আর্থিক লাভের চেয়ে নিজেদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া। জনসনের মতে, 'বর্তমানে ক্রিকেট থেকে হয়তো অনেক টাকা আসে, কিন্তু এটা একটা খেলা এবং আরও প্রকটভাবে সামনে এসেছে আইপিএল বন্ধ থাকার পর।'
ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সতর্কতা এসেছে। ধর্মশালায় পাকিস্তান সীমান্তের কাছে একটি ম্যাচ বাতিল হওয়ার পর খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলি জানিয়েছেন, ধর্মশালায় তাদের অবস্থানকালে মিসাইল হামলার আশঙ্কায় তারা আতঙ্কিত ছিলেন। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে ভারতীয় বোর্ডের সঙ্গে আলোচনা করছে। তবে অনেক খেলোয়াড় এখনও ফিরবেন কিনা তা নিশ্চিত নয়।
আইপিএল ২০২৫-এর বাকি ম্যাচগুলো ১৭ মে থেকে শুরু হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতির সঙ্গে এই সময়সীমা মিলে যাওয়ায় খেলোয়াড়দের জন্য সময়সূচি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া খেলোয়াড়দের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাদের প্রস্তুতি নিয়ে আলোচনা করছে।
অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি ধরমশালার পরিস্থিতি বর্ণনা করেছিলেন। তারা কতটা ভয়ের মধ্যে ছিলেন সেটা জানান। এটি উঠে আসে মিচেল জনসনের কলামে। তিনি লেখেন, 'যেই যেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা গিয়েছে সেটা শোনার পর বলতেই হবে সতর্ক থাকতে।' জনসন আরও বলেন, 'এটা ফ্র্যাঞ্চাইজি বা জয় পরাজয় না, একজন ব্যক্তিগত প্লেয়ার কী চাইছেন সেটাকে প্রাধান্য দেওয়া উচিত।'
বিডি প্রতিদিন/মুসা