নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাকসুদুল হাসান (জনি) হত্যার ঘটনায় প্রকৃত খুনিদের শনাক্ত করণ এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করে।
এসময় নিহতের পরিবারের সদস্যরা জনি হত্যার প্রকৃত খুনিদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান, এই ঘটনায় মূল আসামিসহ তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা করে আসছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএ