মাত্র ১২ বছর বয়সে বিশ্বসাঁতার চ্যাম্পিয়নশিপে নজিরবিহীন কীর্তি গড়েছেন চীনের যু জিদি। সিঙ্গাপুরে চলমান প্রতিযোগিতার মেয়েদের ৪ গুণিতক ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্রোঞ্জ পদক জিতে তিনি হয়ে উঠেছেন বিশ্বসাঁতার চ্যাম্পিয়নশিপে পদকজয়ী সবচেয়ে কম বয়সী সাঁতারু।
যদিও বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনালে অংশ নেননি যু জিদি, তবে সপ্তাহের শুরুতে দলীয় রিলের হিটে তিনি অংশ নিয়েছিলেন। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী রিল ইভেন্টে হিটে অংশ নেওয়া সাঁতারুরাও পদকপ্রাপ্তদের তালিকায় থাকেন। সেই সূত্রেই ইতিহাস গড়েছেন যু জিদি।
এই কীর্তির মধ্য দিয়ে যু জিদি পেছনে ফেলেছেন ডেনমার্কের ইনগে সোরেনসেনকে, যিনি মাত্র ১২ বছর পূর্ণ হওয়ার আগেই ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে। তবে ইনগের অর্জন ছিল অলিম্পিকে, আর যু জিদির সাফল্য বিশ্বসাঁতার চ্যাম্পিয়নশিপে। যু জিদির বয়স এখন ১২ বছর ৯ মাস।
রেসের ফলাফলে, অস্ট্রেলিয়া জিতেছে স্বর্ণ, যুক্তরাষ্ট্র পেয়েছে রুপা এবং চীন তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছে। সেই ব্রোঞ্জের ভাগিদার হয়েছেন যু জিদিও।
বিডি প্রতিদিন/মুসা