ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই দল গোছাতে শুরু করেছেন কার্লো আনচেলত্তি। গত সোমবার (১২ মে) আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে ঘোষণা পাওয়া এই ইতালিয়ান কোচ বর্তমানে মাদ্রিদেই অবস্থান করছেন। তবে সেখানে বসেই ভবিষ্যতের জন্য পরিকল্পনা সাজাচ্ছেন তিনি।
বিশ্ববিখ্যাত ক্রীড়া মাধ্যম ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, আনচেলত্তি তার কোচিং স্টাফে সাবেক ব্রাজিলিয়ান তারকা কাকাকে দেখতে চান। ইতোমধ্যে কাকাকে ফোন করে এই বিষয়ে প্রাথমিক আলোচনাও সেরেছেন বলে জানা গেছে।
আনচেলত্তি ও কাকার সম্পর্ক দীর্ঘদিনের। এসি মিলান দলে একসঙ্গে কাজ করেছেন তারা, কোচ ও খেলোয়াড় হিসেবে। এবার সেই পুরনো সম্পর্ককে নতুন রূপ দিতে চান আনচেলত্তি, সহকারী হিসেবে কাকাকে পাশে নিয়ে।
আগামী ২৬ মে আনচেলত্তি ব্রাজিল দলের দায়িত্ব নেবেন। মাত্র দশ দিন পরই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ, ফলে সময় খুবই সীমিত। ব্রাজিলের ফুটবল সংস্কৃতি ও খেলোয়াড়দের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে কাকার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছেন এই ইউরোপিয়ান কোচ।
এছাড়া রিয়াল মাদ্রিদে আনচেলত্তির সহকারী হিসেবে কাজ করেছেন তার ছেলে দাভিদ আনচেলত্তি। তবে গুঞ্জন রয়েছে, দাভিদ আগামী মৌসুমে স্কটিশ ক্লাব রেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে যোগ দিতে পারেন। ফলে কাকাই হতে পারেন জাতীয় দলের প্রধান সহকারী কোচ।
ব্রাজিল ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল, সেই দলের সদস্য ছিলেন কাকা। এমন একজন কিংবদন্তিকে কোচিং স্টাফে পেলে দলের অভ্যন্তরীণ সংস্কৃতি বুঝতে এবং খেলোয়াড়দের সঙ্গে সেতুবন্ধ গড়তে তা সহায়ক হবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
বিডি প্রতিদিন/মুসা