ছয় মাস পরই আলাদা হয়ে গেল নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে জুটি। পারস্পরিক সম্মতিতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
অস্ট্রেলিয়ান ওপেন সামনে রেখে গত নভেম্বরে মারেকে কোচ হিসেবে যুক্ত করেন পুরুষ এককে রেকর্ড ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ। ২০২৪ প্যারিস অলিম্পিকস দিয়ে খেলোয়াড়ি জীবনের ইতি টানা তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মারের কোচিংয়ের প্রথম অভিজ্ঞতা এটি।
মারের কোচিংয়ে গত অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে ওঠেন জোকোভিচ। কিন্তু পায়ের চোটের কারণে ওই ম্যাচে প্রথম সেটে হারের পর লড়াই থেকে সরে দাঁড়ান সার্বিয়ান তারকা। ৩৭ বছর বয়সী জোকোভিচের তার মানের দিক থেকে কঠিন এক মৌসুম কাটছে। তার খেলা গত পাঁচটি টুর্নামেন্টের চারটিতে প্রথম ম্যাচ হেরেছেন, এছাড়া মায়ামি ওপেনের ফাইনালে হেরে গেছেন ১৯ বছর বয়সী ইয়াকুব মেনসিকের বিপক্ষে।
টেনিস কোর্টে লম্বা সময় ধরে জোকোভিচ ও মারে ছিলেন প্রতিদ্বন্দ্বী। সাতটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালসহ অনেকবার একে অপরের মুখোমুখি হয়েছেন তারা। জোকোভিচ বললেন, মারেকে কোচ হিসেবে পাওয়ার সময়টাও দারুণ উপভোগ করেছেন তিনি।
তিনি জানান, “গত ছয় মাস ধরে কোর্টের ভেতরে ও বাইরে কঠোর পরিশ্রম, আনন্দ ও সমর্থনের জন্য ধন্যবাদ কোচ অ্যান্ডি। একসঙ্গে আমাদের বন্ধুত্বকে আরও গভীর করতে পারাটা খুব উপভোগ করেছি।”
জোকোভিচের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তাকে শুভকামনা জানিয়েছেন ব্রিটিশ তারকা মারে। তিনি বলেন, “একসঙ্গে কাজ করার অবিশ্বাস্য সুযোগের জন্য নোভাককে ধন্যবাদ। গত ছয় মাস ধরে তার দলের কঠোর পরিশ্রমের জন্যও ধন্যবাদ। নোভাককে বাকি মৌসুমের জন্য শুভকামনা জানাই।”
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ