হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরে ১৬ কোটি ৩৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।
তিনি বলেন, বাজেটের মধ্যে ১৬ কোটি ৪ লাখ টাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে সরকার প্রদান করবে। বাকি ৩০ লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রাজস্ব আয়ে সংস্থান করা হবে। এর মধ্যে ২৫-২৬ অর্থবছরে মোট আবর্তক ব্যয় নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ২৯ লাখ টাকা।
গত ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ছিল ১৫ কোটি টাকা। বর্তমানে বাজেট বৃদ্ধি পেয়েছে ১ কোটি ৩৪ লক্ষ টাকা।
ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে দ্বিতীয়বারের মতো ২০২৫-২৬ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত বাজেট উপস্থাপন করা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মো. বদরুল আমিন এবং অর্থ ও হিসাব বিভাগের হিসাবরক্ষণ কর্মকর্তা মোবারক খান ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
বিডি প্রতিদিন/জামশেদ