ভারত ও পাকিস্তানের মধ্যে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর আইপিএল পুনরায় শুরুর উদ্যোগ নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, ‘যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। নতুন পরিস্থিতিতে বিসিসিআই-এর কর্মকর্তা ও আইপিএল গভর্নিং কাউন্সিল আগামীকাল (আজ রবিবার) আলোচনা করে টুর্নামেন্ট পুনরায় শুরু সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আমরা একটি উপযুক্ত সময়সূচি ঠিক করব যাতে বাকি ম্যাচগুলো সম্পন্ন করা যায়।’
গত ৮ মে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালে (১০.১ ওভারে) সীমান্ত উত্তেজনার কারণে ম্যাচটি পরিত্যক্ত হয় এবং আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয়। বর্তমানে ৫৭টি ম্যাচ সম্পন্ন হয়েছে। এখনো ১২টি লিগ ও ৪টি প্লে-অফ ম্যাচ বাকি।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, দ্রুত টুর্নামেন্ট পুনরায় শুরু করার পরিকল্পনার অংশ হিসেবে সব দলই তাদের বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফকে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করছে।
ধারণা করা হচ্ছে, ভারত সরকারের অনুমতি সাপেক্ষে আইপিএল ১৫ মে নাগাদ পুনরায় শুরু হতে পারে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ