পাকিস্তান সুপার লিগের (পিএসএল) স্থগিত হওয়া ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এ অবস্থায় পিএসএলের বাকি ৮টি ম্যাচ বাংলাদেশে আয়োজনের পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।
নিজের ইউটিউব চ্যানেলে এক আলোচনায় বাসিত বলেন, 'যদি নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে বাকি ম্যাচগুলো আয়োজন করা না যায়, তবে আমার অনুরোধ থাকবে যেন সেগুলো আরব আমিরাতের বদলে বাংলাদেশে আয়োজন করা হয়।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশে ক্রিকেট দর্শকের অভাব নেই। মাঠগুলো দর্শকে পূর্ণ থাকে। তাই পিএসএলের মতো টুর্নামেন্ট সেখানেও ভালোভাবে অনুষ্ঠিত হতে পারে।'

এর আগে পিসিবি জানিয়েছিল, পিএসএলের স্থগিত অংশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের চিন্তা-ভাবনা চলছে। তবে বাসিত আলীর মতে, একই জায়গায় বারবার আয়োজনের বদলে নতুন ভেন্যু হিসেবে বাংলাদেশকে সুযোগ দেওয়া যেতে পারে।
ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমলেও সীমান্তে এখনও কিছু নিরাপত্তা শঙ্কা রয়েছে। এ কারণেই পিসিবি পিএসএলের বাকি ম্যাচগুলো বিদেশে আয়োজনের কথা ভাবছে।
বর্তমানে পিএসএলের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। টুর্নামেন্টের এখনো ৮টি ম্যাচ বাকি রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা