পয়েন্ট টেবিলে চাপ বাড়ানোর সুযোগ এসেছিল ম্যানচেস্টার সিটির সামনে। কিন্তু অবনমিত সাউথ্যাম্পটনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে সেই সুযোগ হাতছাড়া করেছে পেপ গুয়ার্দিওলার দল। সেন্ট ম্যারি স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ০-০ ব্যবধানে সমতায় শেষ হয়েছে ম্যাচটি।
চোট কাটিয়ে মাঠে ফেরা আর্লিং হলান্ড এবং শুরুর একাদশে ফেরা ফিল ফোডেনরা দলের আক্রমণভাগে কোনো দৃশ্যমান প্রভাব রাখতে পারেননি। ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণে আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি সিটি। গোলের জন্য নেওয়া ২৬ শটের মধ্যে মাত্র পাঁচটি ছিল লক্ষ্যে, যার কোনোটিই জালে প্রবেশ করাতে পারেননি তারা।
এ ড্রয়ে ৩৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। তাদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। অন্যদিকে, সমান ৬৩ পয়েন্ট নিয়ে নিউক্যাসল ইউনাইটেড ও চেলসি মুখোমুখি হবে রোববার; এই ম্যাচের জয়ীরা সিটিকে টপকে যেতে পারে।
অন্যদিকে, ইতোমধ্যে দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া সাউথ্যাম্পটনের জন্য এই ড্র সামান্য হলেও স্বস্তির। চলতি মৌসুমে মাত্র ১২ পয়েন্ট পাওয়া দলটি অন্তত ডার্বি কাউন্টির ২০০৭-০৮ মৌসুমের ১১ পয়েন্টের লজ্জা থেকে রক্ষা পেয়েছে।
বিডি প্রতিদিন/মুসা