ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার (১ মে) স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওকে তাদেরই মাঠে ৩-০ উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে বাজে ফর্ম বজায় থাকলেও, ইউরোপা লিগের ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে গেছে আমোরিমের দলের।
লিগে ছন্দে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ইউরোপা লিগে এখন পর্যন্ত অপরাজিত তারা। সেমিফাইনালের বিগ ম্যাচের আগে চিন্তায় ছিলেন ইউনাইটেড কোচ। তবে তাকে চিন্তা থেকে মুক্ত করেন ইউনাইটেডের ফুটবলাররা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে ইউনাইটেড। যার ফল পেতে বেশি দেরি হয়নি তাদের। ম্যাচের ৩০তম মিনিটে ম্যানুয়েল উগার্তের হেড থেকে আবারও হেড করে গোল করেন ক্যাসেমিরো। তার সাত মিনিট পরই আবারও গোল পায় সফরকারীরা।
ডি-বক্সে ইউনাইটেডের এক ফুটবলারকে ফাউল করলে পেনাল্টি পায় সফরকারীরা। আর ডি-বক্সে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিলবাওর ডিফেন্ডার ভিভিয়ান। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ব্রুনো ফার্নান্দেজ।
হাফ টাইমের ঠিক আগেই আবারও জালের দেখা পান ফার্নান্দেজ। উগার্তের ব্যাক পাস থেকে গোল করেন এই পর্তুগিজ তারকা। দ্বিতীয় হাফে আরও আক্রমণাত্মক ছিল ইউনাইটেড। তবে গোলের দেখা পায়নি। ফলে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
আগামী সপ্তাহে ওল্ড ট্রাফোর্ডে হবে দ্বিতীয় লেগ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ