কুমিল্লা নগরীতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের মহড়ার ঘটনায় ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-রেজাউল করিম নাফিজ (১৮), সিফাত হোসেন (১৬), আরমান ইসলাম রাজিম (১৭) ও রাকিব হোসেন (১৬)।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
এর আগে শুক্রবার কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও স্লোগান দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। এ ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কিশোর গ্যাংয়ের সংবাদ প্রকাশ হয়েছে। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নগরীর রানীর দিঘীর পাড়, তালপুকুর পাড় ও আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা মহড়া দেয়। এ সময় সাধারণ মানুষজন তাদের কর্মকাণ্ড দেখে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।
কুমিল্লার কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, কিশোর গ্যাংয়ের মহড়ার খবর পেয়ে পুলিশ অভিযানে নেমে চারজনকে আটক করেছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এমআই