আগামীকাল শনিবার (২৬ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এমএনসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫। শনিবার উদ্বোধনী দিনেই হবে তিনটি ম্যাচ।
সব ম্যাচ অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে। ৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
প্রথম ম্যাচে জেটিআইয়ের মুখোমুখি হবে স্টান্ডার্ড চাটার্ড ব্যাংক। আরেক ম্যাচে গ্রামীণফোনের মুখোমুখি হবে পোয়েটিকজেম। অন্য ম্যাচে এইচএসবিসি ব্যাংকের মুখোমুখি হবে রবি।
গ্রুপ পর্বে প্রত্যেক দল ৫টি করে ম্যাচ খেলবে। যেখানে প্রত্যেক দল সবার মুখোমুখি হবে। যেখান থেকে সেরা ৪ দল যাবে সেমিফাইনালে।
১০ মে ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টটির।
বিডি-প্রতিদিন/বাজিত