আইপিএলের জমজমাট পর্বে আজ দেখা যাবে এক বিশেষ মুহূর্ত শিষ্য বিরাট কোহলি মুখোমুখি হচ্ছেন তার আইপিএল ক্যারিয়ারের প্রথম অধিনায়ক ও প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে। আজ মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস।
দ্রাবিড় বর্তমানে রাজস্থানের কোচের দায়িত্বে রয়েছেন, আর বিরাট নেতৃত্ব দিচ্ছেন বেঙ্গালুরুকে। দুই দলের জন্যই এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেঙ্গালুরু জিতলে তারা প্লে-অফের পথে আরও এগিয়ে যাবে, অন্যদিকে রাজস্থানকে টিকে থাকতে গেলে ম্যাচটা জিততেই হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ
ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাড্ডিকল, রজত পতিদার, জিতেশ শর্মা, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজ়েলউড, যশ দয়াল।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ
যশস্বী জয়সোয়াল, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ, নীতিশ রানা, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, শুভম দুবে, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মহেশ ঠিকশানা, আকাশ মাধওয়াল।
বিডি প্রতিদিন/মুসা