চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ জেতানো বিধ্বংসী ইনিংস খেলে রোহিত শর্মা ফিরেছিলেন আপন চেহারায়। ছন্দ ধরে রেখে পরের ম্যাচে রান তাড়ায় আরেকটি চমৎকার ইনিংস খেললেন তিনি। দারুণ এক মাইলফলক ছোঁয়ার দিনে ভারত অধিনায়ক ফিরে পেলেন ভুলতে বসা স্বাদ।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বুধবার (২৩ এপ্রিল) ১৪৪ রানের লক্ষ্য তাড়ায় ৪৬ বলে ৭০ রানের ইনিংস খেলেন রোহিত। ৩ ছক্কা ও ৮ চারে গড়া তার ইনিংসটি। মুম্বাই ইন্ডিয়ান্স ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ২৬ বল হাতে রেখেই।
আগের ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে রান তাড়ায় ৪৫ বলে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন রোহিত। ২০১৬ আসরের পর এই প্রথম আইপিএলে টানা দুই ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলতে পারলেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান।
হায়দরাবাদের বিপক্ষে ইনিংসটির পথে দ্বিতীয় ভারতীয় ও বিশ্বের অষ্টম ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১২ হাজার বা এর বেশি রানের কীর্তি গড়েন তিনি। ভারতের প্রথমজন বিরাট কোহলি। ৪৪৩ ইনিংসে রোহিতের রান এখন ১২ হাজার ৫৮। ৮টি সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে ৮০টি।
মাইলফলক থেকে ১২ রান দূরে থেকে এই ম্যাচে ব্যাটিংয়ে নামেন রোহিত। তৃতীয় ওভারে প্যাট কামিন্সকে পরপর ছক্কা ও চারে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড অনেক আগে থেকেই রোহিতের। হায়দরাবাদে এদিন দলটির হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি (২৬০), ছাড়িয়ে গেছেন কাইরন পোলার্ডকে (২৫৮)।
চলতি আসরে প্রথম ৬ ম্যাচে রোহিত করতে পারেন মাত্র ৮২ রান। সর্বোচ্চ ইনিংস ছিল ২৬। তাকে নিয়ে তাই উঠেছিল প্রশ্ন। চাপে ছিলেন তিনি প্রবল। তবে পরের দুই ম্যাচে ১৪৬ রান করে প্রবল প্রতাপে ঘুরে দাঁড়ালেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ