২০২৩ সালে ১৫ বছর বয়সে বার্সেলোনার জার্সিতে অভিষেক হয়েছিল ইয়ামালের। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৪ গোলের পাশাপাশি ২২টি অ্যাসিস্ট করেছেন। এই বয়সেই তিনি হয়ে উঠেছেন বার্সেলোনার অবিচ্ছেদ্য অংশ। পাশাপাশি স্পেনের জাতীয় দলেও জায়গা পাকা করেছেন।
গত বছর স্পেনের ইউরো জয়ে বড় অবদান ছিল ইয়ামালের। ২০২৪ সালের ব্যালন ডি’অররের লড়াইয়ের সেরা দশে ছিলেন তিনি। ইসএসপিএনকে ইয়ামাল জানান, এই খ্যাতি তিনি উপভোগ করছেন, ‘এটা অবিশ্বাস্য। যখন আমি ছোট ছিলাম, তখন নেইমারের শার্ট, মেসির জার্সি পরতাম, তাই শিশুদের আমার শার্ট পরতে দেখার অর্থ হলো আমি তাদের অনুপ্রেরণা, অন্তত ফুটবলে।’
ইয়ামাল আরও বলেন, ‘এটা এমন কিছু যা আমি কখনো ভাবিনি যে, এত দ্রুত ঘটবে- ১৩ বছর বয়সী শিশুরা তাদের চেয়ে মাত্র চার বছরের বড় একজনের শার্ট পরছে। অবিশ্বাস্য। আমার মা সব সময় আমাকে (এর তাৎপর্য) নিয়ে ভাবতে বলেন। এটা যে কারোর সঙ্গে ঘটে না; কোথাও গিয়ে আপনার শার্ট পরা কোনো শিশুকে দেখলেন। এটা এমন কিছু, যা আমার অনেক ভালো লাগে এবং আমার সবচেয়ে পছন্দের বিষয়গুলো একটি।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ