শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, জুলাইয়ের গণহত্যার বিচারের দাবি না করেই যারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্যই নিজেদের কার্যক্রম পরিচালনা করছে, ছাত্রজনতা তাদের এই কার্যক্রমকে আবার রেড কার্ড দেখাবে। আমরা গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করছি পতিত আওয়ামী ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, চলে গিয়েছে। আমরা সেই ফ্যামিবাদের কোন দৃশ্যমান বিচার দেখতে পাচ্ছি না। দীর্ঘসূত্র এবং পরবর্তীতে একটি দল নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেই বিচার কন্টিনিউ করবে এরকম আস্থা এবং বিশ্বাস আমাদের আসলেই নেই। ইতিহাস বলে ৯০ এরশাদের পতনের পর এই এরশাদকে আবার পুনর্বাসন করেছে রাজনীতিবিদরা। বারংবার বাংলাদেশে এই ইতিহাসগুলোর পুনরাবৃত্তি হয়েছে।
মঙ্গলবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোর্টার্স ইউনিটিতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সভায় সাদ্দাম বলেন, বিএনপি তো কিছু শহীদের তালিকা করেছে নিজেদের বলে। এভাবে বিভিন্ন দলে নেওয়ার পরে যেসব শহীদ বাকী থেকে যায় যাদের কোনো দল নেই তাহলে তারা কোথায় যাবে, তাদেরকে কে দেখভাল করবে। আমরা এজন্য বলেছি এরকম ক্রেডিট নেওয়ার রাজনীতি জুলাই অভ্যুত্থানের পরে বন্ধ হওয়া উচিত।
বিডি প্রতিদিন/হিমেল