ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনকে ‘ডি’ গ্রেডে অবনমনের প্রতিবাদ ও ‘বি’ গ্রেডে পুনর্বহালের দাবিসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে ঐক্যবদ্ধ আশুগঞ্জ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুগঞ্জ রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া সংগঠনসহ সাধারণ লোকজন মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন থেকে বক্তারা এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে রেলপথ অবরোধ করার ঘোষণা দেন।
এর আগে, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের মাঝে ৫ শতাধিক গোলাপ ফুল ও ১ হাজারেরও বেশি পানির বোতল বিতরণ করেন ঐক্যবদ্ধ আশুগঞ্জ’র সদস্যরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান সিরাজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির শাহজাহান ভূইয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. গোলাম হোসেন ইপটি, আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোজাম্মেল হক, সাবেক সাধারণ সম্পাদক আল মামুন, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোবারক হোসেন, প্যানেল চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন ও যুবদল সভাপতি আলমগীর খানসহ অনেকেই।
বিডি প্রতিদিন/এমআই