ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক তাদের ১৬২তম সংস্করণে প্রকাশ করেছে ২০২৫ সালের বর্ষসেরা ক্রিকেটারদের নাম। এবার ভারতের দুই তারকা—পেসার জাসপ্রীত বুমরাহ ও নারী ব্যাটার স্মৃতি মান্ধানা পেয়েছেন 'লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড' স্বীকৃতি।
২০২৪ সালটা ছিল বুমরাহর ক্যারিয়ারের অন্যতম সেরা। সাদা পোশাকে নিজের জাত চিনিয়েছেন ভারতীয় এই গতিতারকা। তিনি হয়েছেন টেস্ট ইতিহাসের প্রথম বোলার, যিনি ২০-এর কম গড়ে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছেছেন। গত বছর ১৩ টেস্টে ৭১ উইকেট নিয়েছেন বুমরাহ, যার মধ্যে বোর্ডার-গাভাস্কার ট্রফির ৫ টেস্টে একাই ৩২ উইকেট!
শুধু টেস্ট নয়, ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে তার অবদানও ছিল অনন্য। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে, যখন হার প্রায় নিশ্চিত, তখন ১৮ রানে ২ উইকেট নিয়ে দেশকে জিতিয়ে দেন তিনি। উইজডেন সম্পাদক লরেন্স বুথ বলেছেন, 'বুমরাহর পারফরম্যান্স নিঃসন্দেহে তাকে বছরের সেরা তারকায় পরিণত করেছে।'
বিডি প্রতিদিন/মুসা