গুলশান-২ এলাকায় অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অন্তত ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করে প্রায় ২ কিলোমিটার এলাকাকে দখলমুক্ত করা হয়।
উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম। অভিযান চালানো হয় গুলশান-২ এর উত্তর জামে মসজিদের দুই পাশ, ৯৭ ও ৯৮ নম্বর রোড, কাঁচাবাজার এলাকা এবং আশপাশের সড়ক ও ফুটপাতে।
অভিযানে উচ্ছেদ করা দোকানগুলোর মধ্যে ছিল চায়ের দোকান, খাবারের অবৈধ টং দোকান এবং হকারদের বিভিন্ন সামগ্রীর দোকান। এসব দোকানের কারণে এলাকাবাসীর চলাচলে বিঘ্ন ও যানজটের সৃষ্টি হচ্ছিল বলে জানায় কর্তৃপক্ষ।
এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি মামলায় মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আন্ডার কনস্ট্রাকশন একটি ভবনের মালিককে রাবিশ রাস্তার উপর রাখার দায়ে ১০ হাজার, দুই দোকানিকে রাস্তার উপর মালামাল রাখার কারণে যথাক্রমে ১ হাজার ও ২ হাজার এবং আরেক দোকানিকে সিটি কর্পোরেশনের কর না দেওয়ায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম বলেন, 'রাস্তা ও ফুটপাতের অবৈধ দখলের কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে এবং যানজট বৃদ্ধি পায়। এসব সমস্যা দূর করতে নিয়মিতভাবে ডিএনসিসির পক্ষ থেকে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং তা ভবিষ্যতেও চলবে।'
বিডি প্রতিদিন/মুসা