সাবেক হুইপ শামসুল হক ওরফে বিচ্ছু শামসুর অন্যতম সহযোগী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর গুলি করার অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আবদুর রউফ ভুট্টকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্র-জনতা।
সোমবার রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আটক করে বাকলিয়া থানা পুলিশের হাতে তুলে দেন। সে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মোহাম্মদ নগর এলাকার মৃত আবদুল আলীমের ছেলে।
সিএমপি’র বাকলিয়া থানার ওসি ইফতেখার উদ্দিন বলেন, ‘পটিয়া আওয়ামী লীগ নেতা ভুট্টকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়।’
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো.নাজমুন নুর বলেন, আওয়ামী লীগ নেতা আবদুর রউফ ভুট্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি, উপজেলা বিএনপি কার্যালয় হামলা, ভাঙচুর মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, ভুট্ট সাবেক হুইপ শামসু ও তার ভাইদের নানা অপরাধ কর্মকান্ডের সহযোগী। এলাকায় গুম খুন জায়গা দখল, কিশোর গ্যাং, মাদক, অস্ত্রের ব্যবসা করেছে দীর্ঘ ১৭ বছর। তার বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্র, নারী নির্যাতন, চাঁদাবাজিসহ ২০ টি মামলা রয়েছে পটিয়া ও চট্টগ্রামের বিভিন্ন থানায়। জুলাই আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি করে হত্যাচেষ্টা, বিএনপি অফিসে হামলা ভাংচুর লুটপাটের মামলায় এজহারভুক্ত আসামী ভুট্ট। ৫ আগস্টের পর থেকেই সে কিছু দিন আত্মগোপন ছিল।
বিডি প্রতিদিন/নাজমুল