ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় রাস্তার পাশে ফেলে রাখা অবস্থায় ৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে কায়েমপুর ইউনিয়নের কালতা (নাখাউড়া) এলাকা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল কালতা এলাকায় অভিযান চালায়। এ সময় রাস্তার পাশ থেকে বস্তাভর্তি ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গিয়াস উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ী।
পলাতক গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি। তিনি আরও বলেন, 'মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে।'
বিডি প্রতিদিন/মুসা