বিশ্ব নারী ক্রিকেটে ইতিহাস গড়লেন ভারতের বাঁহাতি ওপেনার স্মৃতি মান্ধানা। ২০২৪ সালে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক তাকে নির্বাচিত করেছে ‘লিডিং উইমেনস ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’।
গত বছর তিন ফরম্যাট মিলিয়ে ১৬৫৯ রান করেছেন মান্ধানা—যা নারী ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ রান। এর মধ্যে রয়েছে ওয়ানডে ফরম্যাটে ৪টি দুর্দান্ত সেঞ্চুরি, যা তাকে পৌঁছে দিয়েছে নতুন উচ্চতায়। ধারাবাহিক পারফরম্যান্সে দলের জয়ে রেখেছেন বড় অবদান এবং নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের সেরা ব্যাটারদের একজন হিসেবে।
এই সম্মান প্রমাণ করে যে, পরিসংখ্যানের বাইরে গিয়েও মান্ধানার প্রভাব নারী ক্রিকেটে কতটা গভীর। তার ব্যাটে যেমন ধার, তেমনি আছে দায়িত্ববোধ আর দলের জন্য লড়াইয়ের মানসিকতা। উইজডেনের এই স্বীকৃতি মান্ধানার জন্য এক বিশাল অর্জন এবং বিশ্ব নারী ক্রিকেটের জন্য এক বড় অনুপ্রেরণা।
বিডি প্রতিদিন/মুসা