বিভাগের নাম পরিবর্তন ও সেশনজট নিরসনের দাবিতে প্রশাসন ভবন অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের একাংশ শিক্ষার্থীরা। এ সময় তারা আজকের মধ্যেই বিভাগ সংক্রান্ত সিদ্ধান্ত প্রদানের দাবি জানান। সিন্ডিকেট সভায় সমাধানে আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তারা এ অবরোধ কর্মসূচি পালন শুরু করেন।
শিক্ষার্থীদের দাবি হলো- দুপুর ২টার মধ্যে এক্সপার্ট কমিটির রিপোর্ট সাবমিট করে ২৪ ঘণ্টার মধ্যে জরুরি সিন্ডিকেট সভা করে বিভাগের নাম এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি করতে হবে। সেশনজট নিরসনে বিভাগে নানা কেলেঙ্কারিতে অভিযুক্ত শিক্ষকদের অ্যাকাডেমিক কমিটি ও অভিযোগ আনয়নকারী সব ব্যাচের পরীক্ষা কমিটি থেকে বহিষ্কার করে দুপুর ২টার মধ্যে নতুন কমিটি তৈরি করতে হবে।
শিক্ষার্থীরা জানান, ‘গত বছরের ১৪ সেপ্টেম্বর বিভাগে দাবি উত্থাপন করা থেকে শুরু করে দীর্ঘ ৮ মাস যাবত আমরা দাবি আদায়ে আন্দোলন করে যাচ্ছি৷ বিভাগের প্রসেস অনুযায়ী আবেদন প্রেরণ থেকে শুরু করে প্রশাসনিক প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নিয়ম মেনেই এই আন্দোলনে নামি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে আমাদের নাম পরিবর্তনের বিষয়টি উত্থাপিত হলে উপাচার্যের একটি এক্সপার্ট কমিটি গঠন করেন। সেই একডেমিক কাউন্সিল পরবর্তী সিন্ডিকেটে আমাদের নাম পরিবর্তন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত প্রশাসন থেকে আসেনি। আমরা আজকে বিভাগের নাম পরিবর্তনের জন্যে গঠিত এক্সপার্ট কমিটির রিপোর্ট সাবমিট এবং নাম পরিবর্তন করে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড টেকনোলজি করার চূড়ান্ত আপডেট নিয়েই এখান থেকে অবরোধ বন্ধ করবো।
এদিকে বিভাগের নাম পরিবর্তন না করার দাবিতে প্রশাসন ভবনের অন্য অংশে অবস্থান গ্রহণ করে বিভাগটির আরেকাংশ শিক্ষার্থীরা। তাদের দাবি আমাদের বিভাগের যেই নাম বর্তমানে আছে সেই নামই বহাল থাকবে। তবে বিভাগের শিক্ষকরা তাদের বুঝালে তারা অবস্থান ছেড়ে চলে যায়।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বলেন, আমরা আলোচনার কথা বলেছি কিন্তু তারা নাকচ করেছে। সমাঝোতার মাধ্যমে সমাধান ছাড়া তো সমাধান সম্ভব নয়।
বিডি প্রতিদিন/জামশেদ