জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৯১ রানেই অলআউট হয়েছে। ম্যাচে ফিরতে হলে দ্বিতীয় দিনের শুরুটা ভালো করতে হতো বাংলাদেশের। নাহিদ রানার কল্যাণে আপাতত শুরুটা ভালোই হলো শান্তবাহিনী।
দিনের তৃতীয় ওভারে বেন কারেনকে ফিরিয়েছেন এই পেসার। তার বাউন্সারে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন কারেন। ৫৫ বল খেলে ১৮ রান করেন তিনি।এ রিপোর্ট লেখা পর্যন্ত এক উইকেটে ৮৮ রান করেছে সফরকারীরা। ব্রায়ান বেনেট ৫৭ ও নিকোলাস ওয়েলচ ২ রানে ব্যাট করছেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত সময়েই শুরু হয় দ্বিতীয় দিনের খেলা। বাংলাদেশের চেয়ে ১২৪ রানে পিছিয়ে দিন শুরু করে জিম্বাবুয়ে। স্বাগতিকদের মাত্র ১৯১ রানে গুঁড়িয়ে প্রথম দিনে তাদের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান।
১৯১ রানের এই সংগ্রহ ফিরিয়ে এনেছে বিব্রতকর রেকর্ডও। সবশেষ ২০০১ সালে এমন এক দিন দেখেছিল বাংলাদেশ ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ঢাকায় সেদিন বাংলাদেশ অলআউট হয় ১০৭ রানে।
এরপর আর কখনোই দেশের মাটিতে রোডেশিয়ানদের বিপক্ষে প্রথম ইনিংসে অন্তত ২০০ এর নিচে অলআউট হয়নি টাইগাররা। সেটা হলো একেবারে দুই যুগ পর এসে।
বাংলাদেশ একাদশ:
মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী (উইকেটকিপার), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নাহিদ রানা।
জিম্বাবুয়ে একাদশ:
বেন কারন, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, নিয়াশা মায়াভো (উইকেটকিপার), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, ভিক্টর ন্যাওচি।
বিডি প্রতিদিন/নাজিম