শেরপুর সদর উপজেলার মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজের রাস্তার পাশ থেকে অটোরিকশা চালক আ. লতিফ মিয়া (৪৫) নামে এক ব্যক্তির লাশ ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ঘটনায় খবর পেয়ে শেরপুর জেলার পুলিশ সুপার আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে চিহ্নিত হয় নিহত ওই ব্যাক্তি ৩নং বাজিতখিলা ইউনিয়নের কুমরী কাটাজান এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
এলাকাবাসী জানান, সকাল ৮ টার দিকে পাকা সড়কের পাশে নিচু ধান ক্ষেতে নিহত ব্যক্তির লাশ উপুড় হয়ে পরে থাকতে দেখে। নিহতের গলায় একটি রশি পেচানো ছিল। পরে স্থানীয় জনতা শেরপুর সদর থানায় পুলিশকে খবর দেয়।
শেরপুর সদর থানার ওসি(তদন্ত) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত অটোচালকের লাশ উদ্ধার করা হয়েছে। রহস্য উদঘাটনেপুলিশি তদন্ত অব্যহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএম