ম্যানচেস্টার সিটি তাকে নতুন চুক্তির প্রস্তাব না দেওয়ায় অবাক হয়েছেন দলটির বিদায়ী অধিনায়ক কেভিন ডে ব্রুইনে।
এই বেলজিয়ান তারকার ধারণা, ব্যবসায়িক ভাবনা থেকেই হয়তো সিদ্ধান্তটি নিয়েছে ইংলিশ ক্লাবটি। এই মাসের শুরুতে ডে ব্রুইনে জানিয়ে দেন, তার এক দশকের ম্যানচেস্টার সিটি অধ্যায় শেষ হচ্ছে চলতি মৌসুম শেষে।
প্রিমিয়ার লিগে গত শনিবার এভারটনের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার সাংবাদিকদের বলেন, ক্লাবের নতুন চুক্তির প্রস্তাব না পেয়ে বিস্মিত হলেও পরিস্থিতি মেনে নিয়েছেন তিনি।
তিনি জানান, বিষয়টা ভালো কিছু ছিল না। (ক্লাবের সিদ্ধান্ত জানানোর সময়) আমার পরিবার বাড়িতে ছিল না। তারা ইস্টার ছুটিতে ছিল, তাই আমার জন্য মুহূর্তটা কিছুটা অদ্ভুত ছিল। যাইহোক, ব্যাপারটি এমনই ছিল।
তিনি আরও বলেন, আমি মনে করি না যে, আমার (বিস্তারিত) বলা উচিত, কারণ এটা মূলত তাদের ব্যবসায়িক ভাবনা, এর ওপর ভিত্তি করেই তারা সিদ্ধান্ত নেয়। সত্যি বলতে দীর্ঘ আলোচনা ছিল না। আমাকে তারা কেবল সিদ্ধান্তটি জানিয়েছিল এবং আর কিছু না। আমাকে পরিস্থিতি মেনে নিতে হবে।”
সিটির হয়ে ৪১৬ ম্যাচে ডে ব্রুইনে গোল করেছেন ১০৭টি ও অ্যাসিস্ট ১৭৭টি, এর মধ্যে প্রিমিয়ার লিগে অ্যাসিস্ট ১২০টি, যা দ্বিতীয় সর্বোচ্চ। চোটের ছোবল আর ছন্দহীনতায় এবার মৌসুমজুড়ে ভুগতে দেখা গেছে তাকে। তারপরও লিগে খেলেছেন ২৩ ম্যাচ।
২০১৫ সালে সিটিতে যোগ দেওয়ার পর দলটির ছয়টি প্রিমিয়ার লিগ ও অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ