শরীফুল রাজ এবার আসছেন নতুন ছবি ‘ইনসাফ’ নিয়ে। এতে তাঁর নায়িকা তাসনিয়া ফারিণ, যেটি নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। শুটিং শেষে সম্পাদনার টেবিলে আছে ছবিটি। সেখান থেকে এদিন একটি স্থিরচিত্র প্রকাশ করেন নির্মাতা। তাতেই যেন নীরবতা ভেঙে নতুন দিনের বার্তা এলো শরীফুল রাজের পক্ষে। যেখানে নায়ককে মিলেছে খালি গায়ে পেছন ফিরে বসে থাকতে। পাশে অস্ত্রধারী বেশ কয়েকজন যুবক! নির্মাতা সঞ্জয় বলেন, ‘কোরবানির ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে আমাদের। একটি গানের শুটিং বাকি আছে। আগামী সপ্তাহেই হবে শুটিং। সঙ্গে চলছে সম্পাদনাও। সব ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করব।’ এ ছবিতে শরীফুল রাজের নায়িকাসঙ্গী হলেন তাসনিয়া ফারিণ। এর আগে কলকাতা ও ঢাকার দুটি সিনেমায় অভিনয় করলেও এবারই তাঁকে দেখা যাবে ফর্মুলা ছবির নায়কের নায়িকা চরিত্রে। এ সিনেমায় ভিলেন চরিত্রে হাজির হচ্ছেন ‘চক্কর’ নায়ক মোশাররফ করিম।