ভেনেজুয়েলাকে এক ব্যতিক্রমী বন্দি বিনিময় প্রস্তাব দিয়েছেন এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে। তিনি ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত হয়ে তার দেশে বন্দি থাকা ২৫২ জন ভেনেজুয়েলানকে ফেরত পাঠাতে প্রস্তুত— যদি ভেনেজুয়েলা একই সংখ্যক রাজনৈতিক বন্দিকে মুক্তি দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বুকেলে সরাসরি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি এই প্রস্তাব রাখেন।
তিনি লেখেন, “আমি আপনাকে (মাদুরো) একটি মানবিক চুক্তির প্রস্তাব দিতে চাই, যার আওতায় ২৫২ জন ভেনেজুয়েলানকে ফেরত পাঠানো হবে। বিনিময়ে আপনি আপনার কারাগারে থাকা হাজারো রাজনৈতিক বন্দির মধ্য থেকে সমসংখ্যককে মুক্তি দেবেন।”
বুকেলে দাবি করেন, যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো অনেক ভেনেজুয়েলান ধর্ষণ ও হত্যার মতো অপরাধে জড়িত। অথচ মাদুরোর বিরোধিতার কারণে রাজনৈতিক বন্দিরা কারাগারে রয়েছে। তবে ভেনেজুয়েলার সরকার বরাবরই রাজনৈতিক বন্দি থাকার বিষয়টি অস্বীকার করে আসছে, যা মানবাধিকার সংগঠনগুলো নাকচ করেছে।
এ বন্দি বিনিময় প্রস্তাবে বুকেলে আরও উল্লেখ করেন, কারাগারে থাকা অন্যান্য দেশের নাগরিকদের মধ্যেও প্রায় ৫০ জন বন্দি রয়েছে, যার মধ্যে মার্কিন নাগরিকও রয়েছেন।
ভেনেজুয়েলা এখনও আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবের বিষয়ে কোনও মন্তব্য করেনি।
সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দুই শতাধিক ভেনেজুয়েলানকে এল সালভাদরে পাঠানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই ব্যক্তিদের ভেনেজুয়েলার কুখ্যাত ‘ত্রেন দে আরাগুয়া’ অপরাধী চক্রের সদস্য বলে অভিযুক্ত করেছে। যুক্তরাষ্ট্র এল সালভাদর সরকারকে অর্থ প্রদান করে এসব ব্যক্তিকে কুখ্যাত ‘টেরোরিজম কনফাইনমেন্ট সেন্টার’-এ আটক রেখেছে।
মাদুরো যুক্তরাষ্ট্রের এ ধরনের নির্বাসন নীতিকে ‘অপহরণ’ এবং ‘মানবাধিকার লঙ্ঘনের নজিরবিহীন ঘটনা’ হিসেবে আখ্যায়িত করেছেন। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/একেএ