ভারতের তারকা পেসার ও মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণের মূল অস্ত্র জাসপ্রিত বুমরাহ আইপিএলে ফিরতে প্রস্তুত আছেন বলে আগেই সবুজ সংকেত মিলেছিল। এবার স্বস্তি বাড়িয়ে দলে যোগ দিলেন।
ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) মেডিক্যাল টিমের ইতিবাচক রিপোর্টের পর ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকে খেলার অনুমতি দিয়েছে। চোট সারিয়ে ফেরা বুমরাহর মুম্বাইয়ের হয়ে আইপিএল খেলতে আর কোনো বাধা নেই।
বিশ্বের অন্যতম সেরা পেসারের যোগদানের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। সোমবার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে মুম্বাই। দলের সঙ্গে যোগ দিলেও সোমবারের ম্যাচে বুমরাহের খেলার সম্ভাবনা নেই। তাকে নিয়ে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছে বিসিসিআই।
বুমরাহের ওপর আলাদা নজর রাখতে বলা হয়েছে মুম্বাই কর্তৃপক্ষকে। তবে বুমরাহ যোগ দেওয়ায় হার্দিক পান্ডিয়ার দলের বোলিং শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে।
প্রসঙ্গত, চলমান আসরে ভুলে যাওয়ার মতোই পার করছে সবচেয়ে বেশি শিরোপাজয়ী দলটি। ৪ ম্যাচের মধ্যে ৩ ম্যাচেই হেরেছে মুম্বাই। আসরে টিকে থাকতে জয়ের বিকল্প খুব একটা নেই।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ