বাংলাদেশ দলের আসন্ন পাকিস্তান সফরের সূচি থেকে ওয়ানডে সিরিজ বাতিল করা হয়েছে। এর পরিবর্তে, বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা ক্রিকইনফোকে বলেন, আমরা আসন্ন পাকিস্তান সফরে ওয়ানডের পরিবর্তে টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা এশিয়া কাপ ও পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে চাই।
২০২৫ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ভারতে। যেখানে ম্যাচগুলো হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এরপর ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। তাই বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে দুই বোর্ড যৌথভাবে ওয়ানডে সিরিজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মে মাসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দুটি বোর্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির সময় দুই বোর্ডের সভাপতির মধ্যে আলোচনা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, পাকিস্তান জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবে এবং তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
ঢাকায় অনুষ্ঠিতব্য এই ম্যাচগুলো আগামী ২০, ২২ ও ২৪ জুলাই হওয়ার কথা রয়েছে। এ সিরিজ শেষ করে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে পাকিস্তান।
বিডি প্রতিদিন/জামশেদ