ব্রাজিলকে গুঁড়িয়ে দেওয়ার পর এনসো ফার্নান্দেসের উচ্ছ্বাস নানাভাবেই ফুটে উঠছে সামাজিক মাধ্যমে। সেই আনন্দের জোয়ারে আছে বাংলাদেশের প্রতি ভালোবাসার স্রোতও। অবিশ্বাস্য সমর্থনের জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার।
আর্জেন্টিনার এই জয়ে বড় অবদান ছিল ফার্নান্দেসের। দলের দ্বিতীয় গোলটি করেন চেলসির এই মিডফিল্ডার। বাংলাদেশ সময় বুধবার সকালের ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়ে দেয় বিশ্ব চ্যাম্পিয়নরা।
দলের জয়ে একটি গোল ও সহায়তা করা ফার্নান্দেজ তাদের জয়টা বাংলাদেশের জয় বলেও জানিয়েছেন। আর্জেন্টিনার মিডফিল্ডার সামাজিক মাধ্যমে ফেসবুকে লিখেছেন, ‘অবিশ্বাস্য সমর্থন ও বার্তাগুলোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয় আপনাদেরও।’
কাতার বিশ্বকাপ জয়ের পর সমর্থকদের ধন্যবাদ জানানো এএফএ সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়েছিল। ফার্নান্দেজ তো জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পাশে দাঁড়িয়ে পোস্টও দিয়েছিলেন। সামাজিক মাধ্যম ফেসবুকে ফার্নান্দেজ লিখেছিলেন, ‘বাংলাদেশের আমার সব ভক্তকে বলছি, আমি তোমাদের কথা শুনছি, তোমাদের জন্য প্রার্থনা করছি।’
বিডি প্রতিদিন/মুসা