পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়লো জার্মানি। বৃহস্পতিবার সান সিরোতে অনুষ্ঠিত নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইতালিকে ২-১ গোলে হারিয়েছে জার্মানরা।
ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় ইতালি। নিকোলো বারেল্লার পাস থেকে মাত্তেও পোলিতানো বল বাড়ান মইজে কিনের উদ্দেশে, যদিও শেষ পর্যন্ত বল পৌঁছে যায় সান্দ্রো টোনালির কাছে, যিনি দুর্দান্ত শটে বল জালে পাঠান। প্রথমার্ধের শেষ দিকে নাদিয়েম আমিরির ফ্রি-কিক অল্পের জন্য পোস্টের ওপর দিয়ে চলে যায়, ফলে ইতালি ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায়।
বিরতির পর মাত্র চার মিনিটের মধ্যেই জার্মানি সমতা ফেরায়। জশুয়া কিমিখের নিখুঁত ক্রসে বদলি খেলোয়াড় টিম ক্লাইনডিন্সট প্রথম স্পর্শেই দুর্দান্ত হেড করে বল জালে পাঠান।
এরপর টোনালির ব্যাক-হিল পাস থেকে মইজে কিন গোলের সুযোগ পেলেও তার শট চলে যায় ক্রসবারের ওপরে। জিয়াকোমো রাসপাদোরি একবার একেবারে ওয়ান-টু-ওয়ান পরিস্থিতিতে বাউমানের সামনে চলে গেলেও জার্মান গোলকিপার পা দিয়ে সেই প্রচেষ্টা রুখে দেন।
অবশেষে ম্যাচের ৭৬তম মিনিটে আসে জয়সূচক গোল। কিমিখের কর্নার থেকে জয়সূচক গোলটি আসে। দেখে মনে হচ্ছিল বল সরাসরি জালে ঢুকছে, কিন্তু তা দোনারুম্মাকে পরাস্ত করার আগে আলতো হেড করেন লিওন গোরেৎজকা।
আগামী রবিবার ডর্টমুন্ডে হবে দ্বিতীয় লেগ। সেই ম্যাচ শেষে দুই লেগের অগ্রগামিতায় বিজয়ী দল সেমিফাইনালে খেলবে ডেনমার্ক কিংবা পর্তুগালের বিপক্ষে। জুনে হবে ফাইনাল।
বিডি প্রতিদিন/নাজিম