ক্লাবের পক্ষ থেকে এখনও নতুন কোনো প্রস্তাব না পাওয়ায়, ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত একরকম নিয়ে ফেলেছেন ক্রিস্তিয়ান এরিকসেন। চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাবেন বলে জানিয়েছেন ডেনমার্কের এই মিডফিল্ডার।
ক্লাব ক্যারিয়ারের পুরোটা সময় দেশের বাইরে কাটিয়েছেন এরিকসেন। ৩৩ বছর বয়সে এসে নতুন চ্যালেঞ্জ খুঁজলেও আপাতত ডেনমার্কের কোনো ক্লাবে ফেরার ইচ্ছা নেই তার। ডেনমার্কের সরকারি ব্রডকাস্ট ও টেলিভিশন স্টেশন ‘টিভি২’- এ প্রচারিত সাক্ষাৎকারে নিজের সামনের পরিকল্পনার জানান এরিকসেন।
তিনি বলেন, “আমাকে কিছু (ক্লাবের পক্ষ থেকে) বলা হয়নি এবং যেহেতু বলা হয়নি, তাই আমি ধরে নিচ্ছি ক্লাব ও আমার সম্পর্ক এবার শেষ হবে। বিষয়টা আমি এভাবেই দেখাছি। সবাই জানে, আমার চুক্তির মেয়াদ শেষের পথে। সুতরাং একভাবেই এটা হওয়ার সম্ভাবনা বেশি।”
পরবর্তী ঠিকানা নিয়ে এখনও বেশি কিছু ভাবেননি বলে জানালেন এরিকসেন। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, “এ বিষয়ে এখনও বেশি কিছু ভাবিনি আমি। মনে মনে, নতুন কিছু (নতুন ক্লাব) খোঁজার প্রস্তুতি নিয়েছি। তবে সেই বিষয়ে আমি এখনও সিদ্ধান্ত নেইনি। আমার ভাবনায় কোনো নির্দিষ্ট বা বিশেষ কিছু নেই যে, এটা বা ওটা আমি করে দেখতে চাই। তাই দেখা যাক, জীবনে কী আসে এবং আমার ও আমার পরিবারের জন্য কোনটা ভালো হয়।”
কয়েক বছর ধরে কক্ষচ্যুত ম্যানচেস্টার ইউনাইটেডের ভোগান্তি চলতি মৌসুমে আরও বেড়েছে। নতুন কোচ হুবেন আমুরির হাত ধরেও এখনও তেমন আলোর দেখা পায়নি দলটি। গত নভেম্বরে এই পর্তুগিজ দায়িত্ব নেওয়ার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে কেবল ১৪ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এরিকসেন। তবে দলের সবশেষ দুই ম্যাচে আর্সেনাল ও লেস্টার সিটির বিপক্ষে শুরুর একাদশে ছিলেন এরিকসেন।
আয়াক্সের যুব দল হয়ে, এই ডাচ ক্লাবের জার্সিতেই সিনিয়র ফুটবলে পা পড়ে এরিকসেনের। এরপর টটেনহ্যাম হটস্পার, ইন্টার মিলান ও ব্রেন্টফোর্ড হয়ে ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন তিনি। তবে এখনও বিদেশের ক্লাবগুলোয় আরও কয়েক বছর ভালো করার সামর্থ্য তার আছে বলে বিশ্বাস করেন এরিকসেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ