সংবাদ সম্মেলনে একরকম চমক জাগালেন ব্রুনো গিমারাইস। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে পেছনে রেখে কলম্বিয়া ম্যাচকে বেশি গুরুত্বপূর্ণ বললেন ব্রাজিলের এই মিডফিল্ডার। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে বাংলাদেশ সময় শুক্রবার (২১ মার্চ) সকালে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচদিন পর তারা খেলবে আর্জেন্টিনার বিপক্ষে।
ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই পরিচিত সুপারক্লাসিক হিসেবে। বিশ্বজুড়েই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেন এই ম্যাচের জন্য। গত নভম্বেরে ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার মাঠে এর প্রতিশোধ নিতে চাইবে তারা।
তবে পয়েন্ট টেবিলের বাস্তবতায় প্রতিশোধের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে কলম্বিয়ার বিপক্ষে জয়। ১২ রাউন্ড শেষে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ব্রাজিল। ১৯ পয়েন্ট নিয়ে তাদের উপরের দুটি স্থানে একুয়েডর ও কলম্বিয়া। গোল পার্থক্যে পিছিয়ে চতুর্থ স্থানে আছে কোপা আমেরিকার রানার্সআপ কলম্বিয়া। ২৫ পয়েন্ট নিয়ে চূড়ায় আর্জেন্টিনা। পাঁচ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে উরুগুয়ে।
ম্যাচ দুইটির জন্য দলে ডাক পাওয়া সব খেলোয়াড়ের উপস্থিতিতে গত মঙ্গলবার প্রথম অনুশীলন করে ব্রাজিল। এরপর দলের প্রতিনিধি হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে গিমারাইস বলেন, দুইটি ম্যাচই গুরুত্বপূর্ণ তবে পরিস্থিতির জন্য একটু এগিয়ে কলম্বিয়া ম্যাচ।
তিনি জানান, “দুটিই গুরুত্বপূর্ণ ম্যাচ, তবে আমরা একবারে একটি ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছি। পয়েন্ট টেবিলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ। আমরা শুরুটা ভালো করতে চাই, তিন পয়েন্ট পেতে চাই, এরপর আর্জেন্টিনার কথা ভাবতে চাই…আশা করি, আমরা দুটি ভালো ম্যাচ খেলতে পারব এবং চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে যেতে পারব।”
ছন্নছাড়া ফুটবল খেলায় গত বছর দেশের মাটিতেও দুয়ো শুনতে হয় ব্রাজিল দলকে। কখনও কখনও তারে গ্যালারিতে অনেক আসন ফাঁকাও দেখা গেছে। বাছাইয়ের গুরুত্বপূর্ণ সময়ে সবার সমর্থন চাইলেন নিউক্যাসল ইউনাইটেড অধিনায়ক গিমারাইস।
গিমারাইস বলেন, “আমি খুশি যে সব টিকেট বিক্রি হয়ে গেছে। সবশেষ ম্যাচে অনেক আসন ফাঁকা ছিল। আমরা দর্শকপূর্ণ স্টেডিয়াম নিয়ে কথা বলছিলাম। ঘরের মাঠে সমর্থকদের নিজেদের পাশে চাই আমরা। তারা পার্থক্য গড়ে দিতে পারে। আমরা যখন জাতীয় সঙ্গীত গাই, তখন সবাই যোগ দেয়। তাতেই আমরা যেন ১-০ ব্যবধানে এগিয়ে থেকে শুরু করি। আমাদের সঠিক প্রতিক্রিয়া দেখাতে হবে, আনন্দ দিতে হবে এবং গর্বিত হতে হবে।”
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ