আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর একটি দুঃসংবাদ শুনতে হলো রিয়াল মাদ্রিদকে। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন দলের লেফট-ব্যাক ফেরল্যান্ড মেন্ডি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রিয়াল মাদ্রিদ ঘোষণা করেছে যে, গত বুধবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রাউন্ড-অফ-১৬-এর দ্বিতীয় লেগের খেলায় পেশীতে চোট পেয়েছেন মেন্ডি।
ইউরোপ চ্যাম্পিয়নরা পরদিন ক্লাবের ওয়েবসাইটে বিবৃতিতে জানায়, পরীক্ষায় মেন্ডির বাঁ পায়ের হ্যামস্টিংয়ে চোট ধরা পড়েছে। সেরে উঠতে কতদিন লাগবে, সে ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
আগামীকাল শনিবার (১৫ মার্চ) লা লিগায় ভিয়ারেয়াল, আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর ২৯ মার্চ লিগে লেগানেস, ১ এপ্রিল কোপা দেল রের ফিরতি লেগে রেয়াল সোসিয়েদাদ ও ৫ এপ্রিল লিগে ভালেন্সিয়ার বিপক্ষে তার খেলার সম্ভাবনা খুব একটা নেই।
৮ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষেও তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। ২০১৯ সালে লিওঁ থেকে রিয়ালে যোগদানের পর থেকে, তিনি প্রায়শই বারবার ইনজুরির শিকার হন যার ফলে তিনি দীর্ঘ সময় ধরে খেলতে পারেননি, যার মধ্যে রয়েছে ২০২২-২৩ মৌসুমে পেশীজনিত সমস্যার কারণে ১৫টি লা লিগা ম্যাচ থেকে ছিটকে পড়া।
বিডি প্রতিদিন/নাজিম