ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা প্রকাশ করে বোর্ড।
পাঁচটি ক্যাটাগরিতে মোট ২২ জন ক্রিকেটার আছেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে। এ+ ক্যাটাগরিতে আছেন কেবল তাসকিন আহমেদ।
এক বছরের জন্য এই চুক্তি কার্যকর থাকবে গত ১ জানুয়ারি থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে সর্বোচ্চ ‘এ+’ ক্যাটাগরিতে আছেন একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ। প্রতি মাসে তিনি বেতন পাবেন ১০ লাখ টাকা।
অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ ‘এ’ ক্যাটাগরিতে আছেন মোট তিনজন ক্রিকেটার। বাকি ২ জন হলেন- মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। প্রতি মাসে তারা বেতন পাবেন ৮ লাখ টাকা করে।
এ বছরের ফেব্রুয়ারির পর কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিতে বিসিবিকে অনুরোধ জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যার কারণে গত ১ মার্চ থেকে চুক্তির বাইরে এই ক্রিকেটার। অন্যদিকে লম্বা সময় পর কেন্দ্রীয় চুক্তির তালিকায় নেই সাকিব আল হাসানে নাম।
চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছিল মুশফিকুর রহিমকে। তিনি টেস্ট ও ওয়ানডে খেলবেন সেই অনুযায়ী তার নাম প্রস্তাব করা হয়েছিলো। তবে সম্প্রতি ওয়ানডে থেকে তিনি অবসর নিয়েছেন, এখন শুধু টেস্ট খেলবেন। তাই ১ মার্চ থেকে ‘বি’ ক্যাটাগরিতে থাকবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানাকে রাখা হয়েছে ’বি’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির মাসিক বেতন ৬ লাখ টাকা।
‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ৮ ক্রিকেটারকে। তারা হচ্ছেন- সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী হাসান। তারা প্রত্যেকে ৪ লাখ টাকা করে মাসিক বেতন পাবেন। সর্বশেষ ‘ডি’ ক্যাটাগরিতে আছেন দুই জন নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ। তারা প্রত্যেকে ২ লাখ টাকা করে বেতন পাবেন।
বিডি প্রতিদিন/মুসা