ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি নিজেদের ক্যারিয়ারে অসংখ্য সাফল্যের সাক্ষী হয়েছেন। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে তারা ভারতীয় ব্যাটিং লাইনআপের মূল স্তম্ভ। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়দের রেখে যাওয়া উত্তরাধিকার তারা দারুণভাবে বহন করে চলেছেন।
আজ (৯ মার্চ) তারা নেমেছেন আরও একটি ফাইনাল জয়ের মিশনে – আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ফাইনাল। আর এই ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গেই নতুন এক বিশ্বরেকর্ড গড়ে ফেললেন এই দুই ক্রিকেট তারকা। আইসিসির স্বীকৃত টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৯ বার ফাইনালে খেলার রেকর্ড গড়লেন রোহিত ও কোহলি। এ ক্ষেত্রে তারা যুবরাজ সিংয়ের ৮ ফাইনাল খেলার রেকর্ডকে পেছনে ফেললেন।
রোহিত-কোহলির রেকর্ড ভাঙতে পারবেন কে?
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মধ্য দিয়ে আইসিসির ফাইনালের স্বাদ পান রোহিত শর্মা। আর বিরাট কোহলির প্রথম ফাইনাল ছিল ২০১১ ওয়ানডে বিশ্বকাপ। দুজনেই নিজেদের প্রথম ফাইনালে জয় পান। এরপর তারা একসঙ্গে খেলেছেন—
- ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি
- ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি
- ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
- ২০২৩-২০২৫ সালের মধ্যে আরও ৪টি আইসিসি ফাইনাল
এই কীর্তির ফলে তারা ছাপিয়ে গেছেন যুবরাজ সিংকে, যিনি ৮টি আইসিসি ফাইনাল খেলেছেন। রবীন্দ্র জাদেজা আজকের ফাইনাল খেলেই যুবরাজের পাশে বসেছেন।
আইসিসি ইভেন্টে সবচেয়ে বেশি ফাইনাল খেলা ক্রিকেটাররা
- ৯ বার – রোহিত শর্মা, বিরাট কোহলি
- ৮ বার – যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা
- ৭ বার – কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে
ফাইনাল জয়ে কী অপেক্ষা করছে ভারতের জন্য?
রোহিত ও কোহলি ২০২৪ সালে নিজেদের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে জয় পেয়েছিলেন। এবার ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে কি না, সেটাই দেখার বিষয়।
বিডি প্রতিদিন/আশিক