দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। টানা চার ম্যাচ জিতে ফাইনালে উঠেছে ভারত। আজ নিউজিল্যান্ডকে হারাতে পারলেই এক বছরের কম সময়ে টানা দুটি আইসিসি শিরোপা জয়ের কৃতিত্ব গড়বে রোহিত শর্মার দল। এর আগে গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে চাইবেন না কোচ গৌতম গম্ভীর। একাদশে পরিবর্তনের সম্ভাবনাও কম।
অন্যদিকে, আইসিসির ওয়ানডে ইভেন্টে নিউজিল্যান্ডের একমাত্র শিরোপাটি এসেছিল ২০০০ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠলেও ফরম্যাটটিতে ২৫ বছরে তাদের আর কোনো বৈশ্বিক সাফল্য নেই। এবার শিরোপাখরা ঘুচাতে মরিয়া মিচেল স্যান্টনাররা।
তবে নিউজিল্যান্ড শিবিরে কিছুটা হলেও উদ্বেগ রয়েছে ম্যাট হেনরিকে নিয়ে। আসরে সর্বোচ্চ উইকেটশিকারি কিউই এই পেসার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন। একনজরে দেখে নেওয়া যাক দুই দলের একাদশে কারা থাকতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, মার্ক চাপম্যান, টম লাথাম, গ্লেন ফিলিপ্স, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি ও কাইল জেমিসন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ