ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়া অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে বাংলাদেশ ক্রিকেটের হিরো হিসেবে অভিহিত করেছেন শ্রীলংকার সাবেক ক্রিকেটার দিমুথ করুনারত্নে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তা দিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন তিনি। ক্যারিয়ারের বাকী সময় টেস্ট খেলবেন মুশি।
ওয়ানডে থেকে মুশফিকের বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় করুনারত্নে লিখেছেন, ‘আমার বন্ধু মুশফিকুর রহিম, বাংলাদেশি ক্রিকেটের একজন সত্যিকারের কিংবদন্তি। এক দশকেরও বেশি সময় বাংলাদেশ ওয়ানডে দলের মেরুদণ্ড। খেলার প্রতি তার নিষ্ঠা, দক্ষতা এবং আবেগ লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে। তার দৃঢ় ব্যাটিং, তীক্ষ্ম উইকেটকিপিং দিয়ে সর্বদা দলের জন্য সেরাটা দিয়েছেন মুশফিক।’
মুশফিককে বাংলাদেশ ক্রিকেটের হিরো আখ্যা দিয়ে করুনারত্নে লিখেন, ‘ওয়ানডে ক্রিকেটের অনেক স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ মুশফিকুর! আপনি সবসময় বাংলাদেশ ক্রিকেটের একজন হিরো হয়ে থাকবেন।’
এ বছরের ফেব্রুয়ারিতে গল-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন করুনারত্নে। ম্যাচটি ছিল করুনারত্নের শততম টেস্ট। দেশের হয়ে ১শ টেস্টে ৭ হাজার ২২২ রান করেছেন তিনি।
বিডি প্রতিদিন/নাজিম