প্রায় দুই দশকের ওয়ানডে ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক বার্তায় অবসরের ঘোষণা দেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
মুশফিকের ওয়ানডে থেকে অবসরে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে মাহমু্দউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘প্রিয় মুশফিক, তোমার দুর্দান্ত ওয়ানডে ক্যারিয়ারের জন্য অভিনন্দন। দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁজরভাঙা সেঞ্চুরিটা আমার এখনও মনে আছে। এটি খেলার প্রতি তোমার শ্রদ্ধা, উৎসর্গ এবং সর্বোচ্চ স্তরে পারফর্ম করার জন্য কঠোর পরিশ্রমী মানসিকতাকেই বোঝায় এবং এমন কিছু যে কোনো ক্রিকেটারকে সবসময় অনুপ্রাণিত করবে। নিঃসন্দেহে তুমি বাংলাদেশ ক্রিকেটের রত্ন। তোমার লাল বলের যাত্রার জন্য শুভকামনা... কিংবদন্তি।’

মাহমুদুল্লাহ অবশ্য দুবাইয়ে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিমের ১৪৪ রানের ইনিংসের কথা মনে করেছেন। ওই ম্যাচে পাঁজরের চোটের কারণে শরীরে টেপ পেঁচিয়ে মুশফিক খেলেছিলেন মহাকাব্যিক সে ইনিংস। যে ম্যাচে শেষদিকে ভাঙা হাত নিয়ে ব্যাট করতে নেমে ইতিহাসের অংশ হয়েছিলেন তামিম ইকবাল।
এগারো নম্বর ব্যাটা মোস্তাফিজুর রহমান যখন রানআউট হন, বাংলাদেশের রান তখন ৯ উইকেটে ২২৯। ৩.১ ওভার তখনও বাকি। দলকে বাঁচাতে ভাঙা হাতে ব্যান্ডেজ বেঁধে ব্যাটিংয়ে নেমে যান তামিম। একহাতে ব্যাট ধরে ওই ওভারের শেষ বলটি খেলেন তিনি।
এরপর তামিমকে আর স্ট্রাইক পেতে দেননি মুশফিক। শেষ জুটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে ১৫ বল খেলে তিনি করেন ৩২ রান। দলের সংগ্রহ পৌঁছে যায় ২৬১ রানে। বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জেতে ১৩৭ রানের বড় ব্যবধানে।
মুশফিকের ক্যারিয়ারে দল বাঁচানো এমন ইনিংস আছে আরও। তবে ওই ইনিংসটার গুরুত্ব অন্যরকম। হুট করে ওয়ানডেকে বিদায় বলা মুশফিকের সেই ইনিংস আলাদা করে মনে জায়গা করে রেখেছে তার জাতীয় দলের সতীর্থ এবং ভায়রা ভাই মাহমুদউল্লাহ রিয়াদের মনে।
বিডি প্রতিদিন/মুসা