বাংলাদেশ ক্রিকেটের এক পুরো প্রজন্মের প্রতিনিধি মুশফিকুর রহিম। দীর্ঘ ১৮ বছরের বেশি সময় ধরে দেশের ক্রিকেটে অবদান রেখেছেন তিনি। জাতীয় দলে অনেকের ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত সাক্ষী মুশফিকুর রহিম। এবার তিনি তার ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানলেন।
গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে ওয়ানডে ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম। এরপর থেকেই সাবেক ও বর্তমান সতীর্থদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই উইকেটকিপার ব্যাটার।
মুশফিকের অবসর ঘোষণার পর তাসকিন আহমেদ ফেসবুকে লিখেছেন, ‘একটি অধ্যায় শেষ হলো! মুশি ভাই, আপনাকে ছাড়া বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট কল্পনা করা কঠিন। আপনার প্যাশন, ডেডিকেশন, ফাইটিং স্পিরিট সবকিছুই আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। আপনার সাথে মাঠ শেয়ার করতে পারা এবং শিখতে পারা আমার জন্য দারুণ সম্মানের ব্যাপার ছিল। পরবর্তী অধ্যায়ের জন্য আপনাকে শুভকামনা – আপনার লিগ্যাসি সবসময় থাকবে।’
মুশফিকের প্রতি ধন্যবাদ জানিয়ে শরিফুল ইসলাম লিখেছেন, ‘আমার কাছে আপনি সব সময়ই সেরা। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেটকে এত সুন্দর সময় উপহার দেওয়ার জন্য। আপনার পরবর্তী জীবনের জন্য শুভকামনা।’
মুশফিকের মতোই বগুড়া থেকে বেড়ে উঠেছেন তাওহীদ হৃদয়। মুশফিককে আইডল উল্লেখ করে এই ব্যাটার লিখেছেন, ‘বগুড়া স্টেডিয়ামে আপনি (মুশফিক) প্র্যাকটিস করছেন শুনে ছোটবেলায় আপনাকে দেখার আশায় স্টেডিয়ামের গেইটের গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে, ওয়ানডে-এর আন্তর্জাতিক ক্যাপ আপনার হাত থেকে গ্রহণ করা এবং একই ড্রেসিং রুম শেয়ার করা:- আমার কাছে রূপকথার গল্পের থেকে কম নয়! যদিও আমি বাকরুদ্ধ হয়ে আছি, তবুও আপনাকে অবসরের জন্য শুভকামনার বার্তা, আইডল মুশফিকুর রহিম। যেকোনো কিছুর চেয়ে এবং যে কারও চেয়ে বেশি মিস করব আপনাকে।’
মুশফিকের সঙ্গে ক্যারিয়ারের অনেকটা সময় পার করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনিও স্মৃতিচারণ করেছেন মুশফিককে নিয়ে। ‘প্রিয় মুশফিক, দুর্দান্ত ওয়ানডে ক্যারিয়ারের জন্য তোমাকে অভিনন্দন। দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁজর ভাঙা সেঞ্চুরিটা আমার এখনও মনে আছে। এটা খেলার প্রতি তোমার শ্রদ্ধা, উৎসর্গ এবং সর্বোচ্চ স্তরে পারফর্ম করার জন্য কঠোর পরিশ্রমী মানসিকতা প্রদর্শন করে। তোমার এই ইনিংসটি যেকোনো ক্রিকেটারকে অনুপ্রাণিত করবে। নিঃসন্দেহে তুমি বাংলাদেশ ক্রিকেটের রত্ন। লাল বলের যাত্রার জন্য তোমাকে শুভকামনা।’
বিডি প্রতিদিন/আশিক