ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেন নেইমার। তবে বার্সায় যোগ দেওয়ার আগে তাকে পেতে দৌঁড়ঝাপ করেছিল ইউরোপের অনেক বড় বড় ক্লাব। সেসময় তাকে সই করাতে ব্ল্যাঙ্ক চেক অফার করেছিল ইউরোপের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদও। তবে সে প্রস্তাব ফিরিয়ে নেইমার যোগ দিয়েছিলেন বার্সেলোনায়।
সম্প্রতি ‘পডপাহ’ নামে পডকাস্টে সাবেক বার্সেলোনা এবং পিএসজি তারকা নেইমার ২০১৩ সালে বার্সেলোনায় সই করার আগে রিয়াল মাদ্রিদের প্রস্তাব কীভাবে প্রত্যাখ্যান করেছিলেন তা নিয়ে খোলামেলা কথা বলেছেন।
সে সময় রিয়াল মাদ্রিদের প্রস্তাব নিয়ে কথা বলতে গিয়ে কথা বলতে গিয়ে নেইমার বলেন, ‘রিয়াল মাদ্রিদের কাছ থেকে প্রস্তাব ছিল ব্ল্যাঙ্ক চেক (সই করা চেক, অর্থের অঙ্ক নিজের মতো বসিয়ে নেওয়া যায়) দিয়ে। তারা আমাকে বলেছিল, আমি যা চাই তাই পেতে পারি...। কিন্তু আমি মন থেকে বার্সেলোনায় যেতে চাইছিলাম।’
নেইমার স্বীকার করেন যে, তিনি যদি রিয়াল মাদ্রিদে সই করতেন, তবে তিনি বার্সেলোনায় যা পেতেন তার তিন গুণ বেশি অর্থ উপার্জন করতে পারতেন। তবে তার মন ছিল বার্সেলোনায় যোগ দেওয়ার দিকে। সেখানে লিওনেল মেসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
‘রিয়াল মাদ্রিদে আমি তিনগুণ বেশি অর্থ উপার্জন করতাম। ফ্লোরেন্তিনো (রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ) আমাকে পছন্দ করতেন। আমার পছন্দ ছিল বার্সেলোনা। সেখানে রোনালদিনহো (বার্সেলোনায়) খেলেছেন এবং আমি (লিওনেল) মেসির সঙ্গে খেলতে চেয়েছিলাম।’
নেইমার পরে বার্সেলোনায় চার বছর কাটিয়েছেন এবং লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে একটি দুর্দান্ত আক্রমণাত্মক ত্রয়ী গড়ে তুলেছিলেন।
বার্সেলোনায় চার বছর কাটানোর পর ২০১৭ সালে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। সেখান থেকে সৌদি ক্লাবের ক্লাব আল হিলাল ঘুরে গত মাসে সান্তোসে ফেরেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ